ধূসর স্মৃতি - দ্বিতীয় অংশ
- ইয়াসিন হাওলাদার - ইয়াসিন হাওলাদার ০৪-০৫-২০২৪

পৃথিবী আমায় ঘৃণা করে সর্বমুখেই, ইচ্ছা করলে ধরে রাখতে পারবো না সুখটাকে। ইচ্ছা ঘুড়ির মতো তোমাকে উড়িয়ে দিয়েছি তোমার আকাশে; দু'ডানা মেলে উড়ে যাও, যতক্ষন উড়তে চাও অনাবিল আকাশে। সন্ধা আকাশ শেষে তারা হয়ে'ই থেকো আকাশে। তবে দেবদারু গাছের পাতা হয়ে ঝরে যেওনা রাতের অন্ধকারে। সুখটা ধরতে গিয়ে হাসিটাকে ছিড়োনা আড়ালে। হাসলে তোমায় সুখের চেয়ো সুখি দেখায়! তোমার হাসি আখিঁপাতেই কান্নার মতো ঝরে আমার লেখাই। -ইয়াসিন হাওলাদার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

EasinHowlader
২৪-০৭-২০১৯ ১৭:১৭ মিঃ

ধন্যবাদ

SAKIL
২৪-০৭-২০১৯ ১৭:০২ মিঃ

Beautiful